Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Office Order for newly appointed Union Social Workers. Memo-01
Details

সমাজসেবা অধিদপ্তরের স্মারকঃ ৪১.০১.০০০০.০০৯.১১.০০২.২২-১৬০৩ তারিখ: ২০/১২/২০২৩ খ্রি. অফিস আদেশ মূলে পদায়িত হয়ে অত্র কার্যালয়ে সমাজকর্মী (ইউনিয়ন) পদে যোগদানকারী নিম্নবর্ণিত কর্মচারীগণকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত ইউনিয়ন সমূহে দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমূহের পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র সহ ক্ষুদ্রঋণ সংশ্লিষ্ট সকল কর্মসূচির শুরু হতে অদ্যাবধি মাঠপর্যায়ে বিনিয়োগকৃত সকল প্রকল্প গ্রামের অনাদায়ী ব্যক্তির নাম, ঠিকানা, ফোন নম্বর সম্বলিত তালিকা, অনাদায়ী অর্থের পরিমাণ, আদায় ও জমা রশিদ বহি, বিনিয়োগ, পুনঃবিনিয়োগ রেজিষ্ট্রার, ক্যাশ রেজিষ্ট্রার, আদায় রেজিষ্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যাংক হিসেব বিবরণীসমেত চার্জগ্রহণ ও নীতিমালা অনুসারে কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করা হলো।   

Publish Date
01/01/2024
Archieve Date
01/02/2028