Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Capitation Grant Online Application Time Frame for FY-2024-25
Details

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ ও বিধিমালা ১৯৬২ অনুযায়ী নিবন্ধিত বে-সরকারি এতিমখানা সমূহের অনুকূলে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ২০২৪-২৫ অর্থবছরে ২য় কিস্তির (জানুয়ারি’২৫-জুন’২৫ পর্যন্ত) ক্যাপিটেশন গ্র্যান্ট (অনুদান) অনলাইন পদ্ধতিতে বিতরণের নিমিত্ত সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং সেমতে নিম্নবর্ণিত সময়-সূচি মোতাবেক সংশ্লিষ্ট সকল নিবন্ধিত বে-সরকারি এতিমখানা সমূহকে ২০২৪-২৫ অর্থবছরের ২য় কিস্তির ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্তির আবেদন আবশ্যিকভাবে সফটওয়্যারে ডাটা এন্ট্রি পূর্বক অনলাইনে আবেদন দাখিলের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ডাটা এন্ট্রি সম্পন্ন পূর্বক অনলাইনে আবেদন দাখিলে ব্যর্থ হলে সেটির দায়-ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও কার্যনির্বাহী কমিটিকে বহন করতে হবে।

Publish Date
24/04/2025
Archieve Date
02/04/2030